Tuesday, March 8, 2016

বন্ধন

আমাদের ছোট গ্রামে
 সবে ভাই ভাই
মিলে মিশে থাকি মোরা
পর কেহ নাই
সকালে সূর্য উঠে
পূব আকাশের গায়
পাখি ডাকে ফুল বনে
সুরভী ছড়ায়
পড়ার সকল ছেলে
এক সাথে মিলি
মিলে মিশে সবে মিলে
পাঠশালায় চলি
আপন আপন সবাই মেরা
পর কেহ নাই
ঈদের দিনে হিংসা বিবাদ
সবি ভূলে যাই
COPYRIGHT BY MD. SHAFIQUL ISLAM

No comments:

Post a Comment