Monday, March 7, 2016

ভুলায় মনের দুখ

আমার মায়ের হাসির মাঝে
লুকিয়ে আছে মায়া
সকাল সাঝে সকল কাজে
জড়ানো তার ছায়া
মায়ের মতো এমন করে
কেউ বাসে না ভালো
গভীর রাতের অন্ধকারে
মা যে আমার আলো
যতই আসুক মহা বিপদ
পাইনা কভূ ভয়
দুঃখ গুলো হাসি মুখে
করতে পারি জয়
আমার সকল ব্যাথার ভিড়ে
মা এনে দেয় সুখ
মমতা আর আর আদর দিয়ে
ভুলায় মনের দুখ
COPYRIGHT BY MD. SHAFIQUL ISLAM

No comments:

Post a Comment